Site icon Jamuna Television

শ্রীলঙ্কা থেকে আসা ১১ শ্রমিক শাহজালাল বিমানবন্দরে আটক

ভয়াবহ আত্মঘাতী সিরিজ বোমা হামলার পর শ্রীলঙ্কা থেকে ফিরেছেন ১১ শ্রমিক। শুক্রবার দুপুরে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ওডি ১৬৪) তারা ঢাকায় আসেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

কলম্বোর উপশহর এলাকায় ইনশাদ ইব্রাহীমের তামা কারখানায় কাজ করতেন এই বাংলাদেশি শ্রমিকরা। ওই কারখানার মালিক আত্মঘাতী বোমা হামলায় জড়িত ছিলেন বলে, শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তাদের বিষয়ে তথ্য পাওয়ার পর ঢাকার আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেন। ইমিগ্রেশন এলাকাতেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা তাদেরকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন।

Exit mobile version