Site icon Jamuna Television

চাঁদপুরের মেঘনায় পুলিশের ওপর জেলেদের হামলা, কনস্টেবল নিখোঁজ

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক কনস্টেবল নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোশারফ হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আসামি ধরতে ট্রলারযোগে হাইমচরের চরকোড়ালিয়ায় যাচ্ছিলো তারা। মেঘনা নদীর কলেজঘাট এলাকায় পৌঁছালে জাটকা ধরতে থাকা জেলেরা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। এসময় নিখোঁজ হন পুলিশ সদস্য মোশাররফ। পরে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নিখোঁজ পুলিশ সদস্যর সন্ধানে উৎদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগেও সম্প্রতি চাঁদপুরে জাটকা বিরোধী অভিযানে প্রশাসনের লোকজনের ওপর হামলা চালিয়েছিল জেলেরা। এ ঘটনায় ১৭ জেলেকে আটক করা হয়।

Exit mobile version