Site icon Jamuna Television

রমজান উপলক্ষে বগুড়ায় ৮’শ হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী উপহার

বগুড়া ব্যুরো:

রমজান উপলক্ষে ৮’শ দরিদ্র পরিবারকে চাল-ডাল-তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বগুড়া জেলা পুলিশ। যুক্তরাজ্যভিত্তিক আল ইমদাদ ফাউন্ডেশন ও ইচ্ছে ফাউন্ডেশনের এসব উপহার সামগ্রী শনিবার বগুড়া পুলিশ লাইন্স মাঠে বিতরণ করা হয় পরিবারগুলোর মাঝে।

সকালে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জেলার বিভিন্ন উপজেলার হতদরিদ্র পরিবাগুলোর হাতে রমজানের এসব উপহা তুলে দেন।

এসময় আল ইমদাদ ফাউন্ডেশন ও ইচ্ছে ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবারগুলোকে চাল-ডাল-ছোলা-চিনি-তেলসহ প্রায় ৫০ কেজি করে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

Exit mobile version