Site icon Jamuna Television

আজ রাতে আনা হবে সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মরদেহ

বরেণ্য সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহ’র মরদেহ আজ রাত আনুমানিক এগারোটা বা সাড়ে এগারোটার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমান যোগে দেশে এসে পৌঁছাবে। এরপর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

মরহুমের নামাজে জানাযা আগামীকাল সকালে বা বাদ যোহর গ্রীণ রোডে এবং বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তারপর কলামিস্ট মরহুম মাহফুজ উল্লাহ’র শেষ ইচ্ছানুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিতসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মাহফুজ উল্লাহ।

এর আগে গত ১০ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেয়া হয়।

সাংবাদিক মাহফুজ উল্লাহ দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

তিনি সাংবাদিকতা ছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

Exit mobile version