Site icon Jamuna Television

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা পরবর্তী প্রজন্মের বহন করা উচিত নয়: মঞ্জু

মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকার বোঝা পরবর্তী প্রজন্মের বহন করা উচিত নয় বলে জানিয়েছেন জামায়াতের বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান মঞ্জু। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধ ও সংগঠনের বিরুদ্ধে অভিযোগ স্বচ্ছ ও স্বাধীনভাবে নিষ্পত্তি প্রয়োজন।

নতুন দল গঠন নিয়ে তিনি বলেন, কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করা হবে না। যে দল গঠন করা হবে তা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত প্লাটফর্ম হবে।

মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে সব সরকারই জনগণের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়নের পথকে রুদ্ধ করেছে। একই সাথে মুক্তিযুদ্ধের প্রকৃত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।

Exit mobile version