Site icon Jamuna Television

কলেজ থেকে ফেরার পথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী খুন

বগুড়া ব্যুরো:

বগুড়ার শাজাহানপুরে নাজিউর রহমান নাহিদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ঘাঁসিড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন এই কলেজ ছাত্র। তবে কলেজ থেকে ফেরার পথে বাড়ির কাছের সড়কে কেন খুন হলেন এই কিশোর, প্রাথমিকভাবে এ সম্পর্কে কিছু জানতে পারেনি পুলিশ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন যমুনা নিউজকে জানান, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাহিদ দুপুর ২টার দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি উপজেলার নারিল্যা গ্রামে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বাড়ির কাছাকাছি ঘাঁসিড়া এলাকায় রাস্তার ধারে এক বন্ধুর সাথে গল্প করছিলেন নাহিদ। এ সময় কয়েকজন যুবক অতর্কিতে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত নাহিদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version