Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট সড়কে পিকআপ ভ্যানের চাপায় ইয়াছিন নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে সড়কে গাছের গুড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করে তারা। রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন স্থানীয় হামিদ মিয়াজী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ইয়াছিন মাদ্রাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় উল্টোদিকে থেকে দ্রুতগ্রামী একটি পিক-আপ ভ্যান ঘটনাস্থলে এসে তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কত্যর্বরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার প্রতিবাদে সড়কে গাছের গুড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

Exit mobile version