Site icon Jamuna Television

সাংবাদিক মাহফুজ উল্লাহ’র প্রথম জানাজা বাদ যোহর

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজ উল্লাহ’র প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ যোহর গ্রীণ রোডের ডরমেটরী মসজিদে। তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করা হয়।

বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে। সাধারণ মানুষ, সহকর্মী ও শুভাকাঙ্খিদের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হবে সেখানে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য ১০ এপ্রিল তাকে ব্যাংকক নেয়া হয়। শনিবার সকালে সেখানেই মারা যান বিশিষ্ট এই সাংবাদিক। গত মধ্য রাতে ব্যাংকক থেকে দেশে আনা হয় তার মরদেহ। রাখা হয় মোহাম্মদপুরে আল মারকাজুল ইসলামী হাসপাতালে। সেখানে গোসল শেষে মাহফুজ উল্লাহ’র মরদেহ ভোরে নেয়া হয় গ্রীনরোডে নিজ বাসায়।

Exit mobile version