Site icon Jamuna Television

টেকনাফে ২ লাখ ইয়াবা জব্দ, আটক ৪

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ দুই হাজার ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার সন্ধ্যা জেলা শহরের লিংক রোড ও টেকনাফের ইসলামাবাদ নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসত-বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা হবে বলে জানা গেছে।

আটককতরা হলেন- নতুন পল্লানপাড়ার ছলিমুল্লাহর স্ত্রী সাবেকুন্নাহার (২৪) ও লিংক রোডের মৃত সৈয়দ আলমের ছেলে শাকের মিয়া (২৭), মোস্তাকের ছেলে হাছন (২০) এবং মৃত আবু তালেবের ছেলে আবদুল জলিল (২৮)।

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (বি.এন এক্স,পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পল্লানপাড়ায় অভিযান চালায় র‍্যাব। এ সময় প্রায় দুই লাখ ইয়াবাসহ ছলিমুল্লাহর স্ত্রী সাবেকুন্নাহারকে আটক করা হয়।

এই ব্যাপারে রাতেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অভিযানের আদ্যপান্থ তুলে ধরা হয়।

এদিকে কক্সবাজার সদরের মেরিন সিটি কমপ্লেক্স এলাকায় একই সময় র‍্যাবের আরেকটি দল দুই হাজার ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

Exit mobile version