Site icon Jamuna Television

মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুততম সময়ে রায় দিতে হবে: প্রধানমন্ত্রী

মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, জমি জমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। এগুলো আপোষ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা গেলে মামলা জট কমে যাবে। তবে কঠোর শাস্তি নিশ্চিতে ফৌজদারী মামলাগুলো আদালতের উপর ছেড়ে দেয়ার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিচারের বাণী যাতে নীরবে-নিভৃতে না কাঁদে তা নিশ্চিত করতে হবে। কোন বিচারপ্রার্থী যেন হয়রাণীর শিকার না হয় তা নিশ্চিতের দায়িত্ব বিচারকের পাশাপাশি আইন পেশায় জড়িত সবার।

প্রধানমন্ত্রী বলেন, সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য।

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। কাজের স্বীকৃতি স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম বারের মতো তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version