Site icon Jamuna Television

রাজনৈতিক ভাবে বিএনপির কেন্দ্রীয় নেতারা ব্যর্থ: মোহাম্মদ নাসিম

রাজনৈতিক ভাবে বিএনপির কেন্দ্রীয় নেতারা ব্যর্থ বলেই দলটির সদস্যরা নির্দেশ অমান্য করে সংসদে যোগ দিচ্ছেন, এমনই দাবি করেছেন ১৪ দলের মুখ পাত্র মোহাম্মদ নাসিম। নির্বাচিত সকল সদস্যই সংসদে যোগ দিবে বলেও আশা করেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে এসব কথা বলেন নাসিম।

বিএনপিতে কর্মী থেকে শুরু করে নির্বাচিত সংসদ সদস্যদের কেন্দ্রীয় নির্দেশ না মানার প্রবণতাকে দু:খজনক বলেও মন্তব্য করেন তিনি। শিবিরের সাবেক সদস্যদেরকে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার বিষয়ে দেশবাসীকে সর্তক থাকার আহ্বানও জানান নাসিম। একই সাথে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ৩০ এপ্রিল শান্তি সমাবেশের ঘোষণাও দেয়া হয় ১৪ দলের বৈঠক শেষে।

Exit mobile version