Site icon Jamuna Television

চালু হলো ওয়ানস্টপ মোবাইল অ্যাপ ‘রেলসেবা’

রেলের যাত্রী সেবা সহজ করার জন্য প্রাথমিক ভাবে ১২টি সুবিধা নিয়ে ওয়ানস্টপ মোবাইল অ্যাপ “রেলসেবা” উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এ অ্যাপ উদ্বোধন করা হয়।

এসময় রেলমন্ত্রী বলেন, রেলে কোন ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। রেলপথে ঈদ যাত্রা আরও সহজ করার জন্য এবার নতুন উদ্যোগের কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, ঈদের অগ্রিম টিকেট ক্রয়ে ভোগান্তি কমাতে এবার এক জায়গা থেকে টিকেট বিক্রি হবে না। অর্ধেক টিকেট কমলাপুর, বনানী, বিমানবন্দর, ফুলবাড়িয়া, গাজীপুর ও মিরপুর- এই ছয় জায়গা থেকে, এবং বাকি অর্ধেক টিকেট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।

আগামী মাসের মধ্যে নতুন ৫০ টি ব্রডগেজ ট্রেন চালুর ঘোষণাও দেন তিনি।

Exit mobile version