Site icon Jamuna Television

সমাবেশে পৌঁছেছেন খালেদা জিয়া

৭ নভেম্বর উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে পৌঁছেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর সোয়া ৩টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। খালেদা জিয়া মঞ্চে উঠার সাথে সাথে হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান। কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন।

কর্মসূচি সফল করতে নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। উদ্দ্যানজুড়ে লাগানো হয়েছে নানা ধরনের ব্যানার-ফেস্টুন। সমাবেশস্থলের আশপাশে নেয়া হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে রাজধানীতে আসার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে যতই বাধা আসুক সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে মন্তব্য করেছেন তারা।

প্রতি বছর ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসে বিএনপি। গতকাল শনিবার ২৩ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। 

Exit mobile version