Site icon Jamuna Television

মাশরাফি অভিযোগের প্রেক্ষিতে চার চিকিৎসককে ওএসডি

নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা অভিযোগের প্রেক্ষিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় নড়াইল সদর হাসপাতালের চার চিকিৎসককে ওএসডি করা হয়েছে।

গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ তাদের ওএসডি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। চিকিৎসকরা হলেন, ডা. মো. শওকত আলী, ডা. মো. রবিউল আলম, ডা. মো. আখতার হোসেন, ডা. এএসএম সায়েম।

এর আগে গত ২৭ এপ্রিল নড়াইল-২ আসনের এমপি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান। পর হাসপাতালের তিন চিকিৎসক অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে শোকজ করা হয়েছে।

Exit mobile version