Site icon Jamuna Television

৭ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট

৭ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। এতে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ভোট ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাস নিহতের ঘটনায় গ্রেফতার চালক ও সহকারীকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়াসহ ৭ দফা দাবিতে সিলেট বিভাগে এই ধর্মঘট চলছে। যা আহ্বান করেছে শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের কারণে সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিকেরা।

Exit mobile version