Site icon Jamuna Television

কর্মসংস্থানও নেই অথচ উন্নয়নের ঢোল বাজছেই: মির্জা ফখরুল

অপশাসন দূর করতে সবাইকে এক হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ময়মনসিংহ ফোরামের আয়োজনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মুক্তির জন্য আন্দোলন- সংগ্রামের বিকল্প নেই। এই সরকার জনগনের সরকার নয়। দেশে আইনের শাসন নেই। একদলীয় শাসনের দিকে এগিয়ে নিয়ে গেছে দেশ। ফখরুল বলেন, নজিরবিহীন নির্যাতন নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ। লক্ষ্যে পৌঁছতে সংগঠনকে শক্তিশালী করতে হবে। বক্তব্যের মধ্যে না থেকে সংগঠন নিয়ে কাজ করতে হবে। অভিযোগ করেন, ব্যাংকিং খাত ধসে গেছে, দেশে কোন বিনিয়োগ আসছেনা, মানুষের কর্মসংস্থানও নেই। অথচ উন্নয়নের ঢোল বাজছেই। এই সরকার সব খানেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি এ নেতা।

Exit mobile version