Site icon Jamuna Television

নির্বাচনে ভোটের হার বাড়ানোর দায়িত্ব প্রার্থীদেরই: সিইসি

নির্বাচনে ভোটের হার বাড়ানোর দায়িত্ব প্রার্থীদেরই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজে সিটি নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, কমিশনের কাজ ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। নির্বাচনে ভোট কমার কারণ হিসেবে তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় এমন হতে পারে। ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

Exit mobile version