Site icon Jamuna Television

প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ.

নওগাঁর ধামইরহাট উপজেলার শংকরপুর গ্রামে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক মতিবুলকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহীনি।

দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পিবিআই এর সদস্যরা তাকে গ্রেফতার করে। ধর্ষণ মামলার আসামি মতিবুল ধামইরহাট চকদেব মাদ্রাসার শিক্ষক। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নওগাঁ বিপিআই কার্যালয়ে নেয়া হয়েছে।

নওগাঁ পিবিআই এর পরিদর্শক রফিক জানান, ২০১৮ সালের জুলাই মাসে প্রতিবেশী এক প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ করে মতিবুল। বিষয়টি জানাজানির পর তাকে আসামি করে থানায় একটি মামলা হয়। এরপর থেকেই সে পলাতক ছিলো।

 

Exit mobile version