Site icon Jamuna Television

পিকনিকের খাবার খেয়ে পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.

নওগাঁর মহাদেবপুর উপজেলার দড়িয়াপুর গ্রামে একইসাথে পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে পুলিশ তাদের মৃতদেহ হেফাজতে নিয়েছে।

রোববার রাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- দড়িয়াপুর গ্রামের বাসিন্দা অরুন কুমার কুন্ডু (৬০) ও তার ছেলে চন্দন কুমুর কুন্ড (২৫)।

মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, রাতে পিকনিকের খাবার খেয়ে ঘুমাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পরেন অরুন ও চন্দন। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে রাত ১২ টার দিকে  চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসা প্রদানকালে মারা যান অরুন। পরে চন্দনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। সকালে খবর পেয়ে মৃতদেহগুলো হেফাজতে নেয় পুলিশ।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: দেবাশীষ জানান, প্রচন্ড বমি ও পাতলা পায়খানার কারণে একপর্যায়ে পিতা-পুত্র দু’জনই অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর তাদের ব্লাড প্রেসারের অবস্থা ভাল ছিলো না। ধারনা করা হচ্ছে ফুট পয়জনিং এ আক্রান্ত হয়েছিলেন তারা।

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মৃতদেহ পুলিশী হেফাজতে নেয়ার পর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version