Site icon Jamuna Television

গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ আহত

রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার পর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ট্রাফিক পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)।

প্রত্যাক্ষদর্শী ও আহতরা জানান, রাতে গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন ডন প্লাজার সামনে দায়িত্বরত অবস্থায় হঠাৎ করেই কে বা কারা ককটেল ছুড়ে মারে। সেটি বিস্ফোরণ হলে তারা আহত হন।

আহত তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Exit mobile version