Site icon Jamuna Television

সংসদে খালেদা জিয়ার মুক্তি চাইলেন বিএনপির এমপি হারুন

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন উর রশীদ আজ শপথ নিয়েই আজ সংসদে বক্তব্য রেখেছেন। এসময় তিনি একাদশ জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এ নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এটি কখনোই একটা সুষ্ঠু নির্বাচন ছিল না।

তিনি বলেন, আজ ১৭ কোটি মানুষ জিম্মি, জাতি তাকিয়ে আছে সুষ্ঠু নির্বাচনের দিকে। তারা সুষ্ঠু নির্বাচন চায়।

বিএনপি চেয়ারপারসনের সুবিচার দাবি করে তিনি বলেন, তিনি কোন বিরাট অপরাধ করে জেলে নেই। সরকার যদি বাধা না দেয় তা হলে তিনি কালকেই জামিন পাবেন। দেশে বড় বড় খুনী সন্ত্রাসী জামিন পাচ্ছে আর আমার নেত্রী রাজনৈতিক কারণে হুইল চেয়ারে বসে জেলখানায় দিন কাটাচ্ছেন।

হারুন বলেন, আমরা নির্বাচনে গিয়েছিলাম দেশে ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। হারুন এসময় প্রধানমন্ত্রীর কাছে তার নেত্রী খালেদা জিয়ার জামিনের দাবি জানান। তার সুচিকিৎসার দাবি করেন। ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

Exit mobile version