Site icon Jamuna Television

জার্সিটা ভালোই লেগেছে: বিসিবি সভাপতি

ক্রিকেটারদের পছন্দের ডিজাইনেই তৈরী হয়েছে এবারকার বিশ্বকাপ জার্সি। আর এই জার্সিতে অন্তত সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে বাংলাদেশ। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

গেলো কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সড়ব ছিলো টাইগারদের বিশ্বকাপ জার্সি নিয়ে। জার্সির ডিজাইন নিয়ে অনেকেই নেতিবাচক রিভিউ দিয়েছেন। তবে ক্রিকেটারদের পছন্দের ডিজাইনেই যে বানানো হয়েছে এবারকার বিশ্বকাপ জার্সি। সেটি জানিয়েছেন খোদ বোর্ড সভাপতি।

তিনি বলেন, ‘জার্সিটা ভালোই লেগেছে। এইজন্য বললাম ভাল লেগেছে কারণ আমি এটা অতো ভাল করে দেখি নাই। আজই প্রথম দেখলাম।’

Exit mobile version