Site icon Jamuna Television

মাদারীপুরে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী জহির উদ্দিন জোক্কা নিহত হয়েছে।

সোমবার গভীর রাতে কালকিনির কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ জানান, সোমবার গভীর রাতে কালকিনি উপজেলার উত্তর চরাইকান্দি এলাকায় একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী জহির উদ্দিন জোক্কাকে আটক র‌্যাব-৮ এর বরিশাল ক্যাম্প। পরে র‌্যাবের সদস্যরা এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে জোক্কাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্যে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় আসলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্যে করে গুলি ছুড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা ছত্র ভঙ্গ হয়ে যায়। পরে উত্তর চরাইকান্দির একটি খোলা মাঠে জহির উদ্দিন জোক্কার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে র‌্যাব লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠান।

নিহত মাদক ব্যবসায়ী জহির উদ্দিন জোক্কার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি, বরিশালের গৈরনদী থানায় মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরকাঝিকান্দি গ্রামের সোবাহান খানের ছেলে। জোক্কার স্ত্রী ও ৫ ছেলে রয়েছে।

Exit mobile version