Site icon Jamuna Television

চট্টগ্রামে বিষপানে ২ মেয়েকে নিয়ে মায়ের ‘আত্মহত্যা’

????????????????????????

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিষপান করে দুই শিশুকন্যাকে নিয়ে এক মা ‘আত্মহত্যা’ করেছেন। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার সড়কভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিকদারপাড়ার নূর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮) এবং তার দুই মেয়ে ইভা আক্তার (৬) ও ইসরাত নূর (১০ মাস)।

স্বজনদের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, পারিবারিক কলহের জেরে সোমবার রাত ২টার দিকে ডেইজি দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন।

স্বজনরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ডেইজি দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি ইমতিয়াজ।

Exit mobile version