Site icon Jamuna Television

আইসিসির অনুমতি পেলে জার্সি পরিবর্তন: বিসিবি

চাইলেই বিসিবি এখন আর বিশ্বকাপে বাংলাদেশের জার্সি বদলাতে পারবে না। এ জন্য প্রয়োজন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার অনুমতি। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে।

আজ মঙ্গলবার সকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, বিশ্বকাপ ক্রিকেটে জাতীয় দলের জার্সি পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করবে বিসিবি, অনুমতি পেলে পরিবর্তন করা হবে।

বিসিবি মিডিয়া কমিটি প্রধান বলেন, ‘এসব বিষয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যেহেতু আগের জার্সির নকশা চূড়ান্ত হয়েছে চাইলেই বদল করা যায় না।’

আইসিসির কাছ থেকে জার্সি পাল্টানোর অনুমতি মিললে নতুন নকশা কেমন হবে? বিসিবি মিডিয়া কমিটি প্রধানের জবাব, ‘নকশা কি হবে সেটা আমরা পরে বলতে পারব। তবে যে বিষয়টি নিয়ে কথা উঠেছে, সবুজের মধ্যে লাল রং নেই, আমরা পরিবর্তিত জার্সিতে অবশ্যই লাল রং রাখার চেষ্টা করব।’

বিশ্বকাপ সবুজ জার্সিতে বিসিবি লাল রং রাখতে চেয়েছিল বলেও জানালেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা লাল রং রাখতে চেয়েছিলাম। প্রথম নকশায় লাল রং ছিল। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। আইসিসি বলার পর ওটা সরাতে হয়েছে।’

Exit mobile version