Site icon Jamuna Television

ঢাকার চারপাশে চক্রাকার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি

ঢাকা শহরের চতুর্দিকে চক্রাকার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার সকালে রেলভবনে সার্কুলার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে এই চুক্তি সাক্ষর হয়।

পরে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, চীনা রেলওয়ে সাইয়ুন সার্ভে অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি, বিইটিএস বাংলাদেশ এবং ইএএল বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সম্ভ্যবতা সমীক্ষা করা হবে।

সার্কুলার রেললাইন ঢাকা শহরের যানজট কমাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী। সার্কুলার রেললাইনের সম্ভাব্যতা সমীক্ষা ২০২০ সালের এপ্রিলে শেষ হবে বলে জানান মন্ত্রী।

Exit mobile version