Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাহাবুদ্দিন হত্যা মামলায় কবির হোসেন নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ এপিল) দুপুরে লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন। এঘটনায় অপর দুই আসামি নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার কুশাখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ নভেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী গ্রামে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন ২৩ নভেম্বর নিহতের ভাই মো. গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে কবির হোসেনকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে কবিরসহ তিন জনের নাম আদালতে পাঠায়। মামলার রায়ে কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বাকী ২জন আসামি খালাস পেয়েছেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version