Site icon Jamuna Television

সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিবপত্নী

সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিবপত্ন উম্মে আহমেদ শিশির। আজ মঙ্গলবার নিজের ফেসবুক একাউন্টে ইংরেজিতে পোস্ট করা এক স্ট্যাটাসে তিনি সংবাদকর্মীদের সমালোচনা করেন।

শিশির লিখেছেন, ‘আমার সত্যিই সাংবাদিকদের এ ব্যাপারে কিছুই বলার নেই যে, কেন সাকিব আল হাসানের ব্যাপারে তাদের এতো আপত্তিকর অবস্থান। আমি মনে করি, এটা আমাদেরই দোষের কারণে। আমরা কখনো তাদেরকে দুপুর বা রাতের খাবারের জন্য দাওয়াত দেইনি কিংবা ঘণ্টার পর ঘণ্টা বসে তাদেরকে তৈল মর্দন করিনি, কিম্বা তাদেরকে ভেতরের খবর দেইনি।’

তিনি আরও লিখেছেন, ‘সাকিবকে এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে ছোটবেলা থেকেই। বিকেএসপিতে পড়ার সময় সে শুধু ক্রিকেটেই মনোযোগ দিয়েছে, মানুষের সহানুভূতি নিয়ে সে খেলতে শিখেনি। আমার মনে হয়, এটাই তার শেখার দরকার ছিল। এ জন্যই হয়তো সে ওইরকম ইতিবাচক হয়ে ওঠেনি। সে লোক দেখানোর জন্য ভালো কাজ করে না।’

সাকিবের স্ত্রী আরও বলেন, ‘এখন কথা উঠছে যে সাকিব কেন দলের বিশ্বকাপ ফটোসেশনে উপস্থিত ছিল না। প্রথম কথা হচ্ছে, এটা তার ভুল ছিল, যদিও ইচ্ছা করে সে এটা করেনি বরং বার্তাটা পড়তে ভুল করেছিল। এ জন্য সে সংশ্লিষ্টদের কাছে ক্ষমাও চেয়েছে।’

এরপর কিছুটা ব্যাঙ্গাত্মকভাবে শিশির লেখেন, “দুঃখিত, সেটার (ক্ষমা চাওয়ার) প্রমাণস্বরূপ আমরা কোনো ভিডিও করে রাখিনি।’

প্রসঙ্গত, গতকাল সোমবার বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল মিরপুরে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেয়। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিশ্বকাপ দলের সব ক্রিকেটার উপস্থিত ছিলেন। কিন্তু সাকিবকে ফোন দেয়ার পরও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি।

Exit mobile version