Site icon Jamuna Television

পকেটে থাকা মোবাইল বিস্ফোরণে কিশোর আহত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে মোবাইল বিস্ফোরণে নবীন আহম্মেদ (১২) নামের কিশোর আহত হয়েছে। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত নবীন কালকিনি পৌর এলাকার মজিদ বাড়ী (ভুরঘাটা) গ্রামের হায়দার আলীর ছেলে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে নবীনের ‘স্মাইল’ ব্রান্ডের ব্যাবহৃত স্মার্ট মোবাইল ফোনটি পকেটের মধ্যে অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়। এতে তার কোমরের নিচের ও দুই পায়ের উপরের অংশ পুড়ে গেছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. জিয়া উদ্দিন জানান, তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে আবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ব্যাবস্থা করতে হবে।

Exit mobile version