Site icon Jamuna Television

বেগমগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বাবুল হোসেন প্রকাশ গুটি বাবুল (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্টুজ, চারটি ককটেল, চারটি কিরিচ ও ২৯০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুুলিশ সুপার নরেশ চাকমা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ছয়ানি ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৫ সালে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন শিপন হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে।

Exit mobile version