
যারা রাস্তা অচল করে দিয়ে জনসভা করে তারা ক্ষমতায় এলে দেশও অচল করে দেবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫-তম সভা শেষে একথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগের ১৮ নভেম্বরের নাগরিক সমাবেশে জনজীবন স্বাভাবিক রাখা দায়িত্ব সকলের। সমাবেশে যেন কারও দুর্ভোগ না হয় সেজন্য সকলের সহায়তাও চেয়েছেন তিনি।
মহাসড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণে সংশ্লিষ্ট সকলের সহায়তা ছাড়া এই কাজ সফল নয় বলেও উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে আগামী ১ ডিসেম্বর থেকে এক্সেল লোড কন্ট্রোল নীতিমালা চালু হবে বলেও জানানো হয় সভা থেকে।
যমুনা অনলাইন: টিএফ
 
				
				
				
 
				
				
			


Leave a reply