Site icon Jamuna Television

ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

বিশ্বকাপ আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। তবে, পরিবার নিয়ে আলাদাভাবে সন্ধ্যায় দেশ ছাড়বেন সাকিব আল হাসান।

দলীয় পারফরম্যান্সে জোড় দিয়ে বিশ্বকাপে ভালো করতে চায় বাংলাদেশ। সেই সাথে নিজের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জা। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের সাথে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলবেন নাইম হাসান, ইয়াসির আলী রাব্বী, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। ৫ মে থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। যেখানে ৭ মে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

Exit mobile version