Site icon Jamuna Television

উত্তরায় দুই গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন রোড এলাকায় এক বাসার ছাদ থেকে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উত্তরা জসীমউদ্দীন সড়কের ৪০ নম্বর বাসায় সিসি ক্যামেরায় দেখা যায় রাত ৩টা ৩২ মিনিটে ওই দুই গৃহকর্মী ছাদের দিকে যাচ্ছেন, কিন্তু ছাদে গিয়ে তারা পাশের ছাদে লাফ দিয়েছিলেন না কি অন্য কেউ তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। তবে তাদের হাত ও পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পরে পাশের একটি একতলা ভবনের ছাদ থেকে ওই দুই গৃহকর্মীকে আহত ও অচেতন অবস্থায় নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

গৃহকর্মীর একজনের নাম হালিমা ও অন্যজনের নাম রুবি। তারা গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাড়িতে দুই গৃহকর্মী কাজ করতেন।

Exit mobile version