Site icon Jamuna Television

বন্যা-ভূমিধসে নেপাল ও ভারতে নিহত ১০০

আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রতিবেশী নেপাল ও ভারতে প্রাণ গেছে কমপক্ষে ১০০ জনের। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, গত দু’দিনে ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৭।

এদিকে চলতি বছর দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে ভারতও। হিমাচল প্রদেশে পাহাড়ী ঢলের কারণে ভূমিধসে বাস গিরিখাদে পড়ে মৃত্যু হয়েছে ৪৫ আরোহীর। নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মী দল।

হিমাচলের সব নদ-নদীর পানি বেড়ে যাওয়া ৪৮ ঘণ্টায় প্লাবিত হয়েছে কয়েকশ’ গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে ১১ লাখ মানুষ।

/কিউএস

Exit mobile version