Site icon Jamuna Television

বিষ পানে যুবক ও গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিষপানে এক যুবক ও গলায় ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

জানাগেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামের সেকেন সেখের ছেলে জসিম সেখ (১৬) বৃহপতিবার স্থানীয় একটি জুটমিলে কাজে না যাওয়ার কারণে মা বকুনী দেয়। মায়ের উপর অভিমান করে ঘরে থাকা ঘাস মারা কীটনাশক খেয়ে ফেললে পরিবারের লোক জন টের পায়। তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে । সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে সে মারা যায়।

অপরদিকে, উপজেলার ভাটিখালকুলা গ্রামের সুমন শেখের স্ত্রী মুন্নী বেগম (২৩) পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।তার ৬ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়েদুল হক জানান, যুবকের লাশের কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাফন করছে। গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Exit mobile version