Site icon Jamuna Television

বগুড়ায় গোলাগুলিতে সর্বহারা দলের আঞ্চলিক নেতা নিহত

বগুড়ায় গোলাগুলিতে সর্বহারা দলের আঞ্চলিক নেতা শফিউর রহমান জ্যোতি নিহত হয়েছে।

পুলিশ জানায়, শেরপুর-ধুনট রোডের বোয়ালকান্দিতে দুই পক্ষের গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে যায় টহলরত একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

শিরপুর থানার ওসি জানিয়েছেন নিহত ব্যক্তি শফিউর রহমান জ্যেতি সর্বহারা দলের আঞ্চলিক নেতা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Exit mobile version