Site icon Jamuna Television

যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের কারাদণ্ড

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। জামিন নিয়ে পালানোর অভিযোগে ৪৭ বছর বয়সী উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে এ দণ্ড ঘোষণা করা হয়। তবে তার আগে অ্যাসাঞ্জের লেখা একটি চিঠি আদালতে পড়ে শোনানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

অভিযোগের শুনানিতে সাউথার্ক ক্রাউন আদালতের বিচারক জানান, অ্যাসাঞ্জ জামিন শর্ত ভঙ্গ করে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ করেছে।

প্রায় ৭ বছর আগে যুক্তরাজ্যের একটি আদালত থেকে জামিন নেয়ার পর লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। বিচার এড়াতে সেখান থেকে তিনি আর বের হননি।

২০১০ সালে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দেন অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ। এ অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা চলছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে।

Exit mobile version