Site icon Jamuna Television

বিচার বিভাগ ভারমুক্ত হল: অ্যাটর্নি জেনারেল

প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমে বিচার বিভাগ ভারমুক্ত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রধান বিচারপতির পদত্যাগ পরবর্তী প্রতিক্রিয়ায় রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে সেটা কাম্য নয়। পদত্যাগ করা ছাড়া তার কোনো উপায়ও ছিলো না বলে জানান তিনি।

শনিবার রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র পৌঁছায়। রাষ্ট্রপতি তা গ্রহণের পর পদত্যাগ কার্যকর হয়। গত ১৩ অক্টোবর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সরকারি বাসভবন থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে একটি লিখিত বিবৃতি দিয়ে যান। ওই বিবৃতিতে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন।

প্রধান বিচারপতির এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে পরের দিন বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১টি গুরুতর অভিযোগের কথা নজিরবিহীন এক বিবৃতির মাধ্যমে জানান সুপ্রিম কোর্ট।

এর আগে গত ২ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এক মাস ছুটি চেয়েছিলেন।

Exit mobile version