Site icon Jamuna Television

ফ্রান্সে মে দিবসের সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ: আটক ৮৮

ফ্রান্সের প্যারিসে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।

এ ঘটনায় আটক করা হয়েছে ৮৮ জনকে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন প্রশাসনের নীতির বিরুদ্ধে বুধবার পথে নামে হাজারো জনতা। সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে সকাল থেকেই প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। নেতৃত্ব দেয় শ্রমিক সংগঠনগুলো। পাশাপাশি ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরাও যোগ দেয় প্রতিবাদে।

বিভিন্ন এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগুতে চাইলে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। শ্রমিক দিবসকে কেন্দ্র করে সমাবেশ প্রতিহত করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এক ঘোষণায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ করে প্রশাসন।

Exit mobile version