Site icon Jamuna Television

উত্তর কোরিয়াকে বোকা এবং ভয়ঙ্কর বলে কটাক্ষ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়াকে বোকা এবং ভয়ঙ্কর বলে কটাক্ষ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

মঙ্গলবার এ অভিযোগ তুলেছেন পিয়ংইয়ংএর এক শীর্ষ কূটনৈতিক।

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী চয় সন হুই’র বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মাইক পম্পেও উত্তর কোরিয়ার সেনা এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়েও নানা সমালোচনা করেন।

ওয়াশিংটন পোস্ট বলছে, গেলো সপ্তাহে সিবিএস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রী করণের পদক্ষেপের বিষয়ে এ মন্তব্য করেন পম্পেও। এছাড়া পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ং কার্যকর পদক্ষেপ না নিলে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে বলেও হুঁশিয়ারী দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যকার সিঙ্গাপুর এবং ভিয়েতনামের সামিটে কোন সমাধান না আসায় বাড়ছে কথার লড়াই।

Exit mobile version