Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় হামলায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা উদ্বেগজনক: লঙ্কান প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় হামলায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা উদ্বেগজনক, বলেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার সিজিটিএন-কে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

জানান, বাইরে থেকে শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের প্রভাব বিস্তার ঠেকাতে কাজ করছে লঙ্কান প্রশাসন। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে মুসলিমবিদ্বেষ উস্কে ওঠার সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিক্রমাসিংহে বলেন- দেশজুড়ে জাতি-ধর্ম ভুলে ঐক্য তৈরিতে কাজ করছে তার সরকার।

এদিকে, সিরিজ বোমা হামলার নয়দিন পর, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কলম্বো। মঙ্গলবার এক বিবৃতিতে, দেশে নিরাপত্তা নিয়ে সংকটের সময় যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে অনুরোধ করা হয় জনগণকে। বিরত থাকতে বলা হয় ভুল তথ্য ছড়ানো ও বিভ্রান্তি সৃষ্টি থেকে।

২১ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর অনলাইনে ভুয়া সংবাদ ছড়ানো ঠেকাতে শ্রীলঙ্কায় বন্ধ ছিল ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব ইত্যাদি।

Exit mobile version