Site icon Jamuna Television

মাদুরোর পদত্যাগের দাবিতে ভেনেজুয়েলায় আবারও তীব্র আন্দোলন

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগের দাবিতে ভেনেজুয়েলায় আবারও তীব্র হয়েছে আন্দোলন। স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়ে বিদ্রোহ করেছে সেনাবাহিনীর একাংশ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কারাকাসে সেনা অভ্যুত্থান চেষ্টার পর নতুন মোড় নেয় সরকার পতনের আন্দোলন। অডিও বার্তায় গুয়াইদোর ডাকে সাড়া দিয়ে জনগণকে বিদ্রোহের আহ্বান জানান এক সেনা; যদিও নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি।

এর আগেই মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজপথে অবস্থান নেয় লাখো বিক্ষুব্ধ জনতা। রাজধানীসহ বেশ কয়েকটি শহরে মাদুরোর প্রতি বিশ্বস্ত বাহিনীর সাথে সংঘাতেও জড়ান তারা।

এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, মঙ্গলবারই দেশ ছেড়ে প্রতিবেশি রাষ্ট্র কিউবায় আশ্রয় নিতে প্রস্তুত ছিলেন মাদুরো; কিন্তু রাশিয়ার হস্তক্ষেপে এখনও ক্ষমতায় তিনি।

Exit mobile version