Site icon Jamuna Television

মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন চালক ধরতে নামছে ভ্রাম্যমাণ আদালত

মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আগামী শনিবার থেকে এক মাসব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এমন সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন।

দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশন এলাকার সেবা প্রতিষ্ঠানগুলোর সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এসময় মেয়র বলেন, রাজধানীতে যানজট কমাতে নগরীর চার থেকে পাঁচটি স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়াও দক্ষিণ সিটি এলাকায় যানজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড আনন্দ বাজার বস্তি এলাকায় স্থানান্তর করা হবে বলেও জানান মেয়র। সভায় নগরীর নানার সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। আগামী এক ডিসেম্বর থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনের সামনের ফুটপাত দখলমুক্ত ও পার্কিং না থাকার বিরুদ্ধে অভিযান করা হবে বলেও সিদ্ধান্ত হয়। রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করারও আহবান জানান মেয়র।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version