Site icon Jamuna Television

পাংশায় আওয়ামী লীগ নেতাকে কু‌পি‌য়ে ও গুলি করে হত্যা

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি:

রাজবাড়ী জেলার পাংশার স‌রিষা ইউ‌পি চেয়ারম্যান আজমল আল বাহা‌রের ছোট ভাই পিকুল বিশ্বাস (৪০)কে কু‌পি‌য়ে ও গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে দূর্বৃত্তরা।

বুধবার (১ মে) দিবাগত গভীর রা‌তে ইউ‌পির স‌রিষ‌া বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে‌।

‌পিকুল বিশ্বাস ওই এলাকার মৃত জ‌লিল বিশ্বা‌সের ছে‌লে ও বর্তমান ইউ‌পি চেয়ারম্যান আজমল আল বাহা‌রের ছোট ভাই। সে ইউ‌পি আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক।

জানা‌ গেছে, বুধবার দিবাগত রা‌ত ১টার দি‌কে পিকুল বিশ্বাস স‌রিষা বাজার থে‌কে বাড়ী ফির‌ছি‌লেন। সে সময় প‌থে সন্ত্রাসীরা তার গ‌তি রোধ ক‌রে গু‌লি ও কু‌পি‌য়ে আহত ক‌রে। প‌রে তা‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে প্রথমে পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ও পরবর্তী‌তে ফ‌রিদপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপতা‌লে নেওয়া হ‌লে কর্তব্য‌রত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে‌ন।

পাংশা থানার অফিসার ইনচার্চ (ও‌সি) আহসান উল্লাহ জানান, পিকুল বিশ্বাস‌কে কে বা করা হত্যা ক‌রে‌ছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

Exit mobile version