Site icon Jamuna Television

মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে কালো তালিকাভূক্ত

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মেদের প্রধান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে কালো তালিকাভূক্ত করলো জাতিসংঘ।

বুধবার, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ভেটো সরিয়ে নেয়ায় প্রস্তাবটি পাশ হয়েছে। দীর্ঘদিন মাসুদ আজহারকে সন্ত্রাসী কালো তালিকায় আনার দাবি জানিয়ে আসছিলো ভারত। কিন্তু, চার দফা প্রস্তাবে ভেটো দেয় চীন। যদিও, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের তাতে সমর্থন ছিলো।

সম্প্রতি, পুলওয়ামায় হামলা চালানোর দায় স্বীকার করে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, সন্ত্রাসী তালিকাভূক্তির কারণে মাসুদ আজহারের সব সম্পদ বাজেয়াপ্ত হবে।

Exit mobile version