Site icon Jamuna Television

তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল “এনএসসি’র বৈঠকে চীনের হুয়াওয়ে কোম্পানির ইস্যু নিয়ে আলোচনায় উইলিয়ামসনের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠে।

রয়টার্স জানায়, প্রতিষ্ঠানটিকে ফাইভ জি নেটওয়ার্ক পেতে সহায়তা করছিলেন মন্ত্রী। বৈঠকের পর উইলিয়ামসনকে পদত্যাগের নির্দেশ দেন থেরেসা মে। চিঠিতে বলা হয়, তথ্য ফাঁসের তদন্তে তার দায়িত্বহীনতার প্রমাণ উঠে এসেছে। যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিরক্ষামন্ত্রী। আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী পেনি মরডান্টকে দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

Exit mobile version