Site icon Jamuna Television

‘এখন থেকে অনলাইনে রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র’

এখন থেকে গ্রাহকরা অনলাইনের মাধ্যমে রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদনের আবেদন করতে পারবেন। দুপুরে রাজউকের প্রধান কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

এসময় তিনি বলেন, শুধু ব্যাংকে টাকাটা জমা দিয়ে রিসিভ নম্বরটা দিতে হবে। তারপর সব কাজ বাড়িতে বসেই হবে।

মন্ত্রী বলেন, ফাইল যাতে হারিয়ে না যায় তার জন্য ডাটাবেজ তৈরি করা হয়েছে। সব ফাইল অনলাইনে সংরক্ষণ করা হবে। ডাটাবেজ তৈরি হলে আর কোনো দফতরে না গিয়েই আবেদনকারী তার ফাইলের অবস্থা বুঝতে পারবেন।

তিনি জানান, পহেলা জুন থেকে পর্যায়ক্রমে বাকি সেবা অনলাইনে পাওয়া যাবে।

Exit mobile version