Site icon Jamuna Television

শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা জঙ্গী ও মাদক নির্মুল সম্ভব নয়: মেয়র

জঙ্গিবাদ ও মাদক নির্মুলে সর্ব সাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে গুলশানে জঙ্গী ও মাদক বিরোধী গণসংযোগ র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলনে।

তিনি বলেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা জঙ্গী ও মাদক নির্মুল সম্ভব নয়। তাই আইন শৃঙ্খলাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে দেশ থেকে জঙ্গি ও মাদক নির্মুল করতে হবে বলে জানান তিনি। এসময় সন্তানরা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে তার খোঁজ খবর নিতে বাবা মায়েদের প্রতি অনুরোধ করেন মেয়র। মেয়র বলেন, বাসা ভাড়া দেয়ার সময় ভাড়াটিয়া সম্পর্কে পরিপূর্ণ ভাবে জেনেবুঝে বাসা ভাড়া দিতে হবে। বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version