Site icon Jamuna Television

দেশে প্রায় সব আইনেরই কমবেশি অপপ্রয়োগ হচ্ছে: তথ্যমন্ত্রী

দেশে প্রায় সব আইনেরই কমবেশি অপপ্রয়োগ হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি আইনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটছে না, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে নারী নির্যাতন আইনে মামলার ৮০ ভাগই হয়রানিমূলক। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার ব্যাপারে সরকার সচেতন আছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন সাংবাদিক ইশতিয়াক রেজা। বক্তব্য দেন ঢাবির সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

Exit mobile version