Site icon Jamuna Television

মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকসহ ৪ জন গ্রেফতার

যশোরের শার্শায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাদের গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন, শার্শার সাতমাইল মহিলা হালিম মাদরাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, প্রিন্সিপাল মহাসিন আলী, কেরানি জামাল উদ্দিন এবং স্থানীয় চিকিৎসক নূর ইসলাম।

পুলিশ জানায়, প্রায়শই ওই ছাত্রীর ওপর যৌন নীপিড়ন চালাতো অভিযুক্ত সহকারী শিক্ষক শরিফুল। পরে এই বিষয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয় ছাত্রী। অভিযুক্ত শিক্ষকের বিচার না করে উল্টো বিষয়টি মিটিয়ে নিতে অভিবাবকদের চাপ দেয়াসহ অর্থের প্রলোভন দেখান ওই প্রিন্সিপাল। পরে ওই ছাত্রীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়।

Exit mobile version